বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) এশার নামাজের পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়নের ইদিলকাঠি জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দেহেরগতি ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান মাহামুদ বরকত বিশ্বাসের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক, লন্ডন প্রবাসী চিকিৎসক ডা. মো. আব্দুল আউয়াল,
চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম ফকির, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হেমায়েত, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল হক, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, মেহেদী আসলাম খোকন, এইচ. এম. লিমন শিকদার, রাজিব হোসেন, আমিনুল ইসলাম উজ্জ্বল, জেলা যুবদলের সদস্য জিয়া উদ্দিন শিকদার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, সদস্য সচিব আরাফাত হোসেন, এছাড়াও বাবুগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য যুবদলের নেতাকর্মীরা সারাদেশে কুরআন খতম ও দোয়া কর্মসূচি পালন করছেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।