গাজীপুর ১ আসনে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি প্রার্থীর উলামাদের নিয়ে দোয়া

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম
গাজীপুর ১ আসনে বেগম খালেদা জিয়ার জন্য  বিএনপি প্রার্থীর উলামাদের নিয়ে দোয়া
গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মজিবুর রহমানের নির্বাচনী প্রচারণায় গিয়ে কালিয়াকৈর উপজেলার সর্বস্তরের উলামা-মাশায়েখদের সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন । শনিবার সকালে উপজেলার চন্দ্রাস্থ হযরত ওমর (রাঃ) জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উলামা পরিষদের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আপনার জেলার সংবাদ পড়তে