সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শহীদদের স্মরণে সমাধিস্থ উন্মুক্ত মঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। এ সময় জেলা প্রশাসনে কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সম্মুখযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ডলুরা সমাধি গড়ে তোলা হয়। এখানে মোট ৪৮ জন বীর মুক্তিযোদ্ধা সমাহিত আছেন। তাঁদের মধ্যে ৬ জন হিন্দু মুক্তিযোদ্ধাও রয়েছেন-যা ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের মুক্তিযোদ্ধাদের ঐক্য, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক।
মুক্তিযুদ্ধ চলাকালে ডলুরা ছিল সুনামগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ রণাঙ্গন। যুদ্ধের পর ১৯৭৩ সালে নির্মিত ডলুরা শহীদ স্মৃতিসৌধ আজও ইতিহাসের অম্লান সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। স্মৃতিসৌধটি শুধু একটি সমাধি নয়; এটি স্বাধীনতার সংগ্রামে বীরদের আত্মত্যাগের স্মারক, জাতির গৌরব ও দেশপ্রেমের অখণ্ড প্রতীক। পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।