মুন্সিগঞ্জে গজারিয়া পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
মুন্সিগঞ্জে গজারিয়া পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়ায় একই দিনে দুটি নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরে প্রথমে অজ্ঞাত এক নারীর (আনুমানিক ৩৫) লাশ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে বেলা সাড়ে ১টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী সংলগ্ন কাজলী নদীতে ভাটার সময় তীরে আটকে থাকা অজ্ঞাত এক পুরুষের (আনুমানিক ৩৬) লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় জেলে আলী হোসেন বলেন, “মেঘনায় লাশটা ভেসে এসে ডুবুরচরে আটকে গেছে বলে মনে হচ্ছে।” দাসকান্দীর বাসিন্দা সোহাগ জানান, “সকাল থেকেই কাজলী নদীতে লাশ ভাসতে দেখছিলাম। ভাটা নামতেই তীরে লেগে যায়।”

গজারিয়া নৌ-পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “দুটি লাশই অজ্ঞাত। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। নৌ-পুলিশের সঙ্গে থানা পুলিশও কাজ করছে।” লাশ দুটির ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে