আজ পিরোজপুর মুক্ত দিবস

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৪ পিএম
আজ পিরোজপুর মুক্ত দিবস

আজ পিরোজপুর মুক্ত দিবস। ৭১ এর ৮ ডিসেম্বর পিরোজপুর হানাদার মুক্ত হয়। এই দিনে ঘরে ঘরে উড়েছিল লাল সবুজের বিজয় পতাকা। 

১৯৭১ সালের ৪ মে পিরোজপুর শহরের প্রবেশদ্বার হুলারহাট নৌ-বন্দর থেকে পাকবাহিনী পিরোজপুরে প্রবেশ করে। প্রথমেই তারা পিরোজপুরের মাছিমপুর ও কৃষ্ণনগর গ্রামে শুরু করে হত্যাযজ্ঞ ও অগ্নি সংযোগ। ৮ মাস চলে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ও স্বাধীনতাকামী মানুষের বাড়ি-ঘরে আগুন দেয়া হয়। হত্যা করা হয় কয়েক হাজার মুক্তিকামী মানুষকে। ১৯৭১ এর ১৩ সেপ্টেম্বও তৎকালীন মহকুমা শহরের পীচ ঢালা পথ রঞ্জিত হয় এক অকুতোভয় নারী মহান মুক্তিযুদ্ধের শহীদ ভাগিরথী সাহার রক্তে । দুজন সিপাহী রশি দিয়ে ভাগিরথীর দুহাত বেধে রশির অপর প্রাপ্ত একটি মোটর সাইকেলের সাথে বেঁধে সুবেদার সেলিম নামের হানাদার শহরের রাস্তায় প্রায় দুই কিলোমিটার পথ টেনে তার  প্রাণহীন নিথর দেহ বলেশ্বর নদে নিক্ষেপ করে। এসময় ভাগিরথীর দেহ থেকে রক্ত-মাংশ রাস্তায় পড়তে থাকে। সেই হাজারো মুক্তিকামী মানুষের রক্তের স্রোত বেয়ে ৮ ডিসেম্বর হানাদার মুক্ত হয় পিরোজপুর। এর পর থেকে এ দিনে পিরোজপুর মুক্ত দিবস পালিত হয়ে আসছে। 

এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে কালেক্টরেট স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বলেশ্বর খেয়া ঘাটের শহীদ বেদীতে গিয়ে শেষ হয়। ষেখানে শহীদদের স্মরণে পুষপস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আহমেদ শহিদুল হক চাঁন সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

 সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, আজকে সেই ঐতিহাসিক দিন, যে দিনে পিরোজপুর বিজয় অর্জন করে। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী আল বদর, আল শামস  অসংখ্য মা-বোনকে হত্যা করে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে পিরোজপুর হানাদার মুক্ত হয়। যাঁদের আত্মত্যাগে বাংলাদেশ তথা পিরোজপুর মুক্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে বেহেস্ত নসিব করেন।  তারা যে উদ্দেশ্যে জীবন উৎসর্গ করেছে সেই উদ্দেশ্যকে ধারণ করে আমরা যেন সুন্দর একটি পিরোজপুর গড়তে পারি।

আপনার জেলার সংবাদ পড়তে