সরকারি ভাবে আমন ধান সংগ্রহ অভিযান ২০২৫-২৬ মৌসুমের আওতায় সদর উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য অনলাইন লটারি সম্পন্ন হয়েছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে ধান বিক্রির জন্য যোগ্য কৃষকদের নির্বাচন করা হয়।সোমবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে এই লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে লটারি প্রক্রিয়ার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা।
তিনি বলেন,সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর।ডিজিটাল লটারির মাধ্যমে প্রকৃত কৃষকরাই যেন ধান বিক্রির সুযোগ পান,তা নিশ্চিত করা হয়েছে।এখানে কোনো প্রকার স্বজন প্রাতিী বা অনিয়মের সুযোগ নেই।এসময় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল,উপজেলা কৃষি অফিসার নুর-এ-নবী,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)শামীমা নাসরিন এবং বাংলাদেশ বেতারের প্রতিনিধি আহসান কবীর। কৃষকদের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাসিম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী জানান, লটারিতে নির্বাচিত কৃষকরা সরকারের নির্ধারিত মূল্যে খাদ্য গুদামে সরাসরি আমন ধান সরবরাহ করতে পারবেন। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা আর্থিক ভাবে লাভবান হবেন। উপস্থিত কৃষক প্রতিনিধিরা এই স্বচ্ছ প্রক্রিয়াকে সাধুবাদ জানান এবং নির্ধারিত সময়ে ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সদর উপজেলায় ৯৯৮ জন কৃষকের মধ্য থেকে ৯০ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।