নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দূর্নীতি দমন কমিশন নওগাঁ অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় ৯ ডিসেম্বর সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে ‘দূর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিস কুমার সরকার,উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরিদুজ্জামান, প্রধান শিক্ষক লুৎফর রহমান, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদা প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদান, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।