গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৯ পিএম
গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম।  কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, শিক্ষা অফিসার মুসাহাক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ অন্যরা। পরে প্রধান অতিথিসহ কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে