নীলফামারীতে সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫১ পিএম
নীলফামারীতে সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান

‎দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা, এ শ্লোগানে ৯ডিসেম্বর নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এটির আয়োজন করে। এ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। ‎স্বাগত বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, দুপ্রক সভাপতি প্রফেসর ওবায়দুল আনোয়ার, সনাক সভাপতি আকতারুল আলম, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্নীতিবাজদের প্রকাশ্যে ঘুষখোর বলতে হবে। দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা এবং দুর্নীতিকে ঘৃণা করার মাধ্যমেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

 শুধু একদিন নয় বরং সবসময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সচেতন থাকতে হবে। নতুন বাংলাদেশের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত দেশ গড়া।

সরকারি বেসরকারি বিভিন্ন দফতর, শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এনজিও প্রতিনিধিগণ দিবসের কর্মসুচিতে অংশ নেন।

অনুরুপ কর্মসূচি সৈয়দপুর উপজেলায়ও পালন করা হয়। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য বলেন, সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি,রাজনীতিবিদসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে