চিরিরবন্দরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৬ পিএম
চিরিরবন্দরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

" নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি " এই প্রতিপাদ্যে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন -২০২৫ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিও) এর সহযোগিতায় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। 

উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফাহমিদা ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায়, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হোসনে আরা প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সকল সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে