সড়ক দুর্ঘটনায় সৈয়দপুরের সুমন নিহত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৩ পিএম
সড়ক দুর্ঘটনায় সৈয়দপুরের সুমন নিহত

সড়ক দুর্ঘটনায় জুতা কারখানার শ্রমিক সুমন (৩১) নিহত হয়েছেন। তার বাড়ী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে। নিহত সুমন তারাগঞ্জ উপজেলার একটি জুতা কারখানায় কাজ করতন। প্রতিদিন সে সৈয়দপুর থেকে তারাগঞ্জে কাজে আসতেন।

প্রতিদিনের ন্যায় ৯ ডিসেম্বর সে সৈয়দপুর থেকে তারাগঞ্জ কাজে আসার সময় খিয়ারজুম্মা এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন।

জানা যায়, তিনি মোটরসাইকেল করে নিজ কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পিছন দিক দিয়ে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন,নিহত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে