নাচোলে সাংবাদিকদের সাথে ড. মিজানুর রহমানের মতবিনিময়

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৬ পিএম
নাচোলে সাংবাদিকদের সাথে ড. মিজানুর রহমানের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এমপি প্রার্থী ড. মিজানুর রহমানর মতবিনিময় করেছেন। ৮ ডিসেম্বর (সেমবার) বেলা সাড়ে ১১টায় নাচোল পৌর এলাকার মধ্যবাজার জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাচোল পৗর আমীর মনিরুল ইসলামের রাশেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামাতে ইসলামীর নির্বাচনী সমন্বয়ক ইয়াহ্ইয়া খালেদ এবং উপজেলা নায়েবে আমীর ডা.রফিকুল ইসলামসহ অন্যরা। মতবিনিময়ে ড.মিজানুর রহমান বলেন, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য সৎ, যোগ্য ও ঈমানদার ব্যক্তিকে ভোটা দিয়ে নির্বাচিত করা প্রত্যেক নাগরিকের ঈমানী দায়িত্ব। আর এ দায়িত্ববোধ থেকেই  যোগ্য প্রার্থী বাছাই করে ভোট প্রদানের জন্য ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি। মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মী ছাড়াও উপজেলা ও পৌর এলাকার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে