মুলাদীতে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৩ পিএম
মুলাদীতে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

বরিশালের মুলাদীতে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বেলা ১১টায় উপজেলা চত্বরে মানববন্ধন এবং বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মহিউদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরাগ সাহা।  

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইয়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নজরুল ইসলাম, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরাফাত জাহান চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মমিন উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন হাওলাদার। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা বন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাওলানা মো. আব্দুর রব, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম, মোঃ বখতিয়ার আলম, মোসাঃ নার্গিস আক্তার, শামীমা নাসরিন, শারমীন আক্তার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলা উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে