রাশিয়ার ইভানোভো অঞ্চলে পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মেরামত শেষে আকাশে তোলা এএন ২২ মডেলের বিমানটি টেক অফের কয়েক মুহূর্ত পরই ভূপাতিত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বিমানের সব আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
ইভানোভো অঞ্চলটি মস্কো থেকে প্রায় দুই শ কিলোমিটার দূরে। এলাকাটি জনশূন্য হওয়ায় ক্রু সদস্য ছাড়া অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের পর এটি পরীক্ষামূলক ফ্লাইটে ওড়ানো হয়। রাষ্ট্রীয় সংস্থা তাস জানায়, বিমানে সাতজন ক্রু ছিলেন এবং উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি ইভানকোভো গ্রামের কাছে আছড়ে পড়ে।
ঘটনাটির সঙ্গে যুদ্ধ বা নাশকতার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। এএন ২২ মডেলের বিমানটি রাশিয়া দীর্ঘদিন ধরে সামরিক পরিবহনে ব্যবহার করছে। ব্যবসা বিষয়ক দৈনিক কোমেরসান্ত নাম প্রকাশ না করা একটি সূত্রের বরাতে জানিয়েছে, পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত এই বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্যোগে পড়েছে বলে মনে করা হচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধারকর্মী পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছরে সামরিক পরিবহন ও সরঞ্জাম দুর্ঘটনার সংখ্যাও বেড়ে গেছে, যেহেতু চলমান সংঘাতের কারণে দেশে সামরিক কার্যক্রমের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।