চাঁদপুর ৩ আসনে জামাত মনোনীত দাঁড়িপাল্লা'র প্রার্থীর গণসংযোগ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
চাঁদপুর ৩ আসনে জামাত মনোনীত দাঁড়িপাল্লা'র প্রার্থীর গণসংযোগ

 চাঁদপুর -৩ সদর আসনের ১২ নং চান্দ্রা ইউনিয়নে দিনব্যাপী  দাঁড়ি পাল্লার সমর্থনে গণ সংযোগ করেন এড. শাহজাহান মিয়া। ইউনিয়নের জব্বর ঢালী দোকান, বকশিল্লার পুল, চান্দ্রা চৌরাস্তা, চান্দ্রা বাজার, মদিনা মার্কেট, হক মার্কেট,  জনতা বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন। 

দিনব্যাপী গন সংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের  নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক এড. শাহজাহান খান,  সদর কমিটির সহকারী পরিচালক এড. আবদুল কাদের খান, ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. ইকবাল হোসেন খান,  সেক্রেটারি মোঃ মনির হোসেন কাজী,  জামায়াত নেতা মো: আবদুল কাইউম শেখ,  জহিরুল ইসলাম, মাও. আবদুল কাদির ছিদ্দিকী, মিলন পাটওয়ারী,  ডা. ফারুক ছৈয়াল, মুফতি সোহেল খান, মোঃ জসিম উদ্দিন মাঝী, আবদুর রাজ্জাক প্রমূখ।