ময়মনসিংহের গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
বিকেল সাড়ে তিনটায় প্রীতি ফুটবল ম্যাচে গফরগাঁও উপজেলা ট্রাইবেকারে ৫-৩ গোলে নান্দাইল উপজেলাকে হারিয়ে জয়ী হন। পরে প্রধান অতিথি গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন।