পাবনার চাটমোহরে বুধবার (১০ ডিসেম্বর) র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায়,মানবাধিকার সংস্কৃতি ফাইন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংগঠণ বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্ঝাতিক মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন। সিইএফ’র পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সহকারি অধ্যাপক আরিফ আহমেদ সিদ্দিকী প্রমুখ।