দেলদুয়ারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৮ পিএম
দেলদুয়ারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

টাঙ্গাইলের দেলদুয়ারে ইউএনও’র হস্তক্ষেপে নবম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। বুধবার দিবাগত রাত্রে উপজেলার সদর ইউনিয়নের নলুয়া গ্রামে ঘটেছে ঘটনাটি। নলুয়া গ্রামের জসিম মিয়ার (১৩) বছরের কণ্যা লামিয়া ইসলাম জুইয়ের সঙ্গে আবু সামা মিয়ার ছেলে জিসান মিয়ার (১৭) সঙ্গে বাল্য বিয়ের সংগঠিত হচ্ছে এমন খবরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের সুপারভাইজার মেহেদি হাসানের নেতৃত্বে কয়েকজন স্টাফ নলুয়া গ্রামের জসিম মিয়ার বাড়ীতে হাজির হয়ে বাল্য বিয়ে বন্ধের চেষ্টা করেন। কিন্তু ওই গ্রামের কতিপয় ব্যক্তি বিয়ে বন্ধ করবেনা মর্মে তাদের সঙ্গে অসধাচরণ করেন। জানা গেছে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুর রহমান মাস্টার, সহ-সভাপতি মফিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোসলেম মিয়া সহ কতিপয় আওয়ামীলীগ নেতাদের যোগসাজস্যে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছিলো। তাদের বাঁধায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের স্টাফগণ ফিরে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, সহকারি কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়েটি বন্ধ করেন। সেই সঙ্গে মেয়ের মাকে ২ হাজার টাকা জরিমানা করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, উপজেলার যেখানেই বাল্য বিয়ে সংগঠিত হওয়ার খবর পাওয়া যাবে সেখানেই প্রশাসনের অভিযান অব্যহত থাকবে। সেই সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে