মোহাম্মদপুরে মা ও মেয়ে খুন

গৃহকর্মী আয়েশা ৬ দিন এবং তার স্বামী রাব্বি ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৩:২১ পিএম
গৃহকর্মী আয়েশা ৬ দিন এবং তার স্বামী রাব্বি ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার স্বামী রাব্বি শিকদারকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ঘটনাটির সূত্রপাত ৮ ডিসেম্বর। সেদিন সকালে লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে থাকা অবস্থায় স্ত্রীর সঙ্গে যোগাযোগ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সকাল ১১টার দিকে বাসায় ফিরে এসে দেখেন, তার স্ত্রী গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে নিহত অবস্থায় পড়ে আছেন। কাছেই তাদের মেয়ে গুরুতর আহত অবস্থায় মেইন গেটের দিকে পড়ে ছিল। প্রতিবেশীর সহায়তায় তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এতে পরিবারের শোকে স্তব্ধ হওয়ার পাশাপাশি তদন্তের কেন্দ্রে উঠে আসে গৃহকর্মী আয়েশা। মামলার এজাহার অনুযায়ী, মাত্র তিন দিন আগে ৫ ডিসেম্বর আয়েশা ওই বাসায় খণ্ডকালীন কাজে যোগ দেন। ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে তাকে বাসায় প্রবেশ করতে এবং সকাল ৯টা ৩৫ মিনিটে বাসা থেকে বের হতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। বের হওয়ার সময় ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র তার সঙ্গে ছিল। এ সময়ের মধ্যেই হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবারের দাবি।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম আদালতে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশিদ বলেন, “ঘটনার প্রকৃতি অত্যন্ত নৃশংস, তাই ঘটনার প্রকৃত কারণ ও উদ্দেশ্য জানার জন্য রিমান্ড প্রয়োজন।” তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত আয়েশার ছয় দিন এবং তার স্বামী রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিহত লায়লা ফিরোজ ও তার মেয়েকে হত্যা নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা ঘটনার নেপথ্যের উদ্দেশ্য উদঘাটনে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে