“নীতি থেকে সরে যাইনি, তাই অনেকের শত্রু হয়েছি”

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৫ পিএম
“নীতি থেকে সরে যাইনি, তাই অনেকের শত্রু হয়েছি”

সরকার থেকে পদত্যাগের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে শেষবারের মতো ক্যাবিনেট সভায় অংশ নিলেন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বৈঠক শেষে বের হয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্টে দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন। সেখানে তিনি জানান, গত ষোলো মাসে শিখেছেন অনেক কিছু আর চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য কাজ করতে।

তিনি লেখেন, বাধা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করেই প্রতিটি কাজে স্থির থাকার চেষ্টা করেছেন। তাঁর কথায়, জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল, সেই বিশ্বাস থেকেই সব সিদ্ধান্ত ও দায়িত্বপালনে তিনি অটল থেকেছেন। নানা উদ্যোগ ও কাজের প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি সমালোচনাও এসেছে। তবে জনগণ যে ফলাফল দেখেছে, তার নেপথ্যের পরিশ্রম যে কত কঠিন ছিল, তা তিনি নিজেই উপলব্ধি করেছেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, নীতি ও ন্যায়পরায়ণতার পথে কাজ করতে গিয়ে বহু শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর বিরোধিতার মুখে পড়তে হয়েছে। তাঁর ভাষায়, “গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ ও রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো।” তবুও এসব তাকে আর ভয় দেখাতে পারে না বলে উল্লেখ করেন তিনি। কারণ, “আমার শক্তি আমার জনগণ।”

আপনার জেলার সংবাদ পড়তে