মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু সাথে সৌজন্যে সাক্ষাতে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপজেলা এমপিও ভুক্ত সহকারী শিক্ষক পরিষদ।
বৃহস্পতিবার সকালে উপজেলা এমপিও ভুক্ত সহকারী শিক্ষক পরিষদের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম সিয়াম ও সদস্য সচিব এ কে এম কামরুল হাসান নেতৃত্ব শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু বলেন, আপনারা এসেছেন আমি খুব খুশি হয়েছি। আমি শিক্ষক পরিবারের সন্তান। শিক্ষকদের আমি এখনো এমন ভাবে সম্মান করি যাতে আমার ব্যবহার ও আচার-আচরণে আমার শিক্ষক রাগ বা অসন্তুষ্ট না হয়। এখনো আমি খুব যত্ন সহকারে তাদের সাথে সম্মান করি।আপনারা সব সময় আমার কাছে আসবেন যে কোন সমস্যা ও সমাধানের উপায় দুটো নিয়ে যাতে আমি দ্রুত সমাধান করতে পারি। আপনাদের সমস্যা আমাকে জানাবেন যাতে সমাধান করতে পারি।
এসময় শিক্ষক মোঃ নুরুল ইসলাম সিয়াম মাদক দ্রব্য ও স্কুল পাশে ছুটি সময় কিছু এলাকার অসভ্য ছেলেপেলে আনাগোনের বিষয়টি তার নজরে আনেন উপজেলা নির্বাহী জবাবে বিষয়টি প্রশাসনের নজরে থাকবে ভবিষ্যতে যে কোন সময় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বাস দেন। এছাড়া শিক্ষক এ কে এম কামরুল হাসান জানান, কিছু বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত সাউন্ড সিস্টেম দিয়ে গান বাজনার বিষয়টি নজরে আনেন উপজেলা নির্বাহীর জবাবে ঠিক তখন ঘটনার তাৎক্ষণিক যোগাযোগ প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।