ভূঞাপুরে ‘নো কার্ড, নো ড্রাইভ’ কর্মসূচি: ড্রাইভিং প্রশিক্ষণের শেষ ধাপ সম্পন্ন

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৪ পিএম
ভূঞাপুরে ‘নো কার্ড, নো ড্রাইভ’ কর্মসূচি: ড্রাইভিং প্রশিক্ষণের শেষ ধাপ সম্পন্ন

‘নো কার্ড, নো ড্রাইভ’ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ ২০২৫ এর চতুর্থ ও শেষ ধাপ সম্পন্ন হয়েছে। ভূঞাপুর পৌর প্রশাসকের উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনভর আয়োজনে দুই শতাধিক অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ড্রাইভিং কার্ড বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ রাজিব হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হৃদয়। অনুষ্ঠানে বক্তারা ট্রাফিক আইন মেনে যাত্রী ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি চালানোর আহ্বান জানান।

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন ধাপে প্রায় ৬ শতাধিক অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালককে ড্রাইভিং প্রশিক্ষণ ও কার্ড প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে