টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দু’দিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম দিনের তিন ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো সেই দাবি পূরণ হয়নি। তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।