দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বানারীপাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের দলীয় পদ স্থগিতের পত্র ও বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা মার্কার পক্ষে প্রচারণার অংশগ্রহণের একটি ছবি ছড়িয়ে পরে।
উল্লেখ্য, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহে আলমের ছবি ও নৌকা প্রতিকের ছবি সম্বলিত গেঞ্জি গায়ে পরে নৌকা মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং আরপিডিএস নামের একটি এনজিও খুলে গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।