সৈয়দপুরে খাদ্যে ভেজাল দেয়ায় মিলন চিপস কারখানা বন্ধ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ পিএম | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ পিএম
সৈয়দপুরে খাদ্যে ভেজাল দেয়ায় মিলন চিপস কারখানা বন্ধ

নীলফামারীর সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। ১১ ডিসেম্বর  বৃহস্পতিবার ওই অভিযানে নের্তৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোঃ মেহদী ইমাম। ওই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য নীলফামারী জেলা অফিসার মোঃ শিহাব উদ্দিন। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়  সৈয়দপুর শহরের মিলন চিপস কারখানায়। এ সময় কারখানায় বেশকিছু অসংগতি পরিলক্ষিত হয়। তারই ভিত্তিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষনিক আদায় করা হয়। কোর্ট চলাকালীন অননুমোদিত রং, ৫শ কেজি (আনুমানিক) চিপস জব্দ ও ধ্বংস করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটিকে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, সৈয়দপুর নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ আলতাফ হোসেন, মোঃ মোস্তফা কামাল নমুনা সংগ্রহ সহকারী সহ  সৈয়দপুর থানা পুলিশের একটি চৌকস টিম ।

ওই  মোবাইল কোর্টে কারখানার চিপস তৈরিতে ব্যবহার করা হচ্ছে অননুমোদিত রং। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে চিপস। তৈরির পর।ওই খাদ্য শুকানো হচ্ছে অত্যন্ত নোংরা স্থানে। সরকারি কোন লাইসেন্স নেই। ব্যবহার করা হয় নিম্নমানের উপকরণ । দীর্ঘদিনের মরিচা ধরা মেশিনে করা হয় তৈরি ।

আপনার জেলার সংবাদ পড়তে