সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩১ পিএম
সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারন অফিসার মো. মিজানুর রহমান, সহকারি কৃষি অফিসার মো. সাদেক হোসেন, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ পৌর এলাকার ১ হাজার ৯০০ জন কৃষককে হাইব্রিড ধান বীজ, ১ হাজার ৪০০ জনকে উফশি ধান বীজ ও সার বিতরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে