গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত "দারুত তাহফিয ইন্টারন্যাশনাল মাদরাসার" বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর হতে মাদরাসা সংলগ্ন মাঠে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বক্তারা ওয়াজ-নসিহত পেশ করেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ আহসান উল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন। দারুল উলুম বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাসউদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া ডেফুলিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও আদালত পাড়ার বাসিন্দা মোঃ সুলতান উদ্দিন সরকার। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিআরডিবি পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মীর মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক আকরাম হোসেন রিপন, নূহা-সূহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিনুল হক শিপু, মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন ওয়াসিম প্রমুখ।
হাফেজ ছাত্রদের পাহাড়ী প্রদান, বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান মেহমান হিসেবে নসিহত পেশ করেন বিশিষ্ট মুনাযির, লেখক, গবেষক ও ইসলামী স্কলার হযরত মাওলানা মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, নেত্রকোনার ধলা যাত্রাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী জুনাইদ আহমেদ, রাওনাট কারিমিয়া বালিকা মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা নোমান আহমাদ, কলেজ রোড চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আরিফুল ইসলাম আনসারী, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে মাদরাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ইসলামী গান, গজল, কেরাত ও মৃত ব্যক্তির আনুষ্ঠানিক জানাজা নামাজ প্রদর্শন করে।