মাদারীপুর-৩ আসনে মাওলানা রফিকুল ইসলামের ঐক্যবদ্ধ প্রচারণার ঘোষণা

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০১:২৪ পিএম
মাদারীপুর-৩ আসনে মাওলানা রফিকুল ইসলামের ঐক্যবদ্ধ প্রচারণার ঘোষণা

মাদারীপুর-৩ (কালকিনি ও সদরের আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় দিন দিন গতি বাড়ছে। তার পক্ষে মাঠে নেমেছেন জেলার সিনিয়র নেতৃত্ব, শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলার সম্মানিত আমির মাওলানা মোখলেসুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এবং মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন। তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ, সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে মাওলানা রফিকুল ইসলামের সমর্থনে জনমত তৈরিতে কাজ করছেন।

এদিকে মাদারীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হাফেজ শরিফুল আলমের নেতৃত্বে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা তৃণমূল পর্যায়ে টিম গঠন করে ধারাবাহিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নারী নেতৃত্বের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে গতকাল মাদারীপুর প্লানেট কমিউনিটি সেন্টারে ৩০০-এরও বেশি নারী নির্বাচন পরিচালনা সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলের নেতাকর্মীদের মধ্যে এখন স্বতঃস্ফূর্ততা ও উৎসাহ-উদ্দীপনার এক বিশেষ আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন- সর্বস্তরের নেতাকর্মী, আলেম-ওলামা এবং সাধারণ মানুষের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে মাওলানা রফিকুল ইসলামের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন উদ্যমে শুরু হওয়া এই সমন্বিত প্রচারণা কালকিনিবাসীর কাছে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। নেতাকর্মীদের আশা- ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের বিজয় সুনিশ্চিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে