কুড়িগ্রাম-১

ইসির নির্দেশনা মেনে নিজেই ব‌্যানার সরালেন জামায়াত প্রার্থী

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০১:২৮ পিএম
ইসির নির্দেশনা মেনে নিজেই ব‌্যানার সরালেন জামায়াত প্রার্থী
নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস‍্য প্রার্থী আনোয়ারুল ইসলাম নিজেই নিজের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছেন। শুক্রবার ( ১২ ডিসেম্বর ) সকালে ভূরুঙ্গামারী উপজেলা জামাতের কার্যালয়ের সামনে টানানো দুটি বিল বোর্ড ও নির্বাচনী ব‍্যানার তিনি নিজ হাতে অপসারণ করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সকল নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা জারি করা হয়। এই নির্দেশনা কার্যকর করতে কুড়িগ্রাম-১ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম নিজ হাতে নিজের নির্বাচনী ব‌্যানার ও পোস্টার অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে নিজ হাতে ব‌্যানার খুলতে দেখা যায় তাকে। এসময় উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াত উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন জানান, জামায়াত প্রার্থীর এমন পদক্ষেপে ইতিবাচক বার্তা পৌঁছেছে সাধারণ মানুষের কাছে। আইন মেনে চলার যে দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এবিষয়ে কুড়িগ্রাম-১আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মানা প্রত্যেক প্রার্থীর দায়িত্ব। আমি চাই নির্বাচন হোক শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আইনানুগ। তাই উদাহরণ তৈরি করতে নিজের হাতেই প্রচার সামগ্রী অপসারণ শুরু করেছি। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে আমার নির্বাচনী এলাকায় সকল প্রচার সামগ্রী অপসারণের জন‍্য সংশ্লিষ্ট ইউনিয়ন দায়িত্বশীলদের নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল ও প্রজ্ঞাপণ অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন, গেট ও বিলবোর্ড অপসারণ বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নির্দেশনায়।
আপনার জেলার সংবাদ পড়তে