শিক্ষার্থীকে মারধর ও পৈতৃক ভিটা রক্ষায়

শিমুলিয়া বন্দর কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৬ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ পিএম
শিমুলিয়া বন্দর কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিক্ষার্থীকে মারধর, বন্দর কর্মকর্তার প্রত্যাহারের দাবি ও বসতভিটা রক্ষার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিমুলিয়া রানীগাঁওয়ের সর্বস্থরের জনগন।  

শুক্রবার বিকালে ৪ ঘটিকায় জেলার লৌহজং উপজেলার রানীগাও এলাকায় জেগে উঠা পদ্মার চরে এই কর্মসূচি পালিত হয়। এতে রানাীগাঁও গ্রামের কৃষক ও  বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। 

এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও লৌহজং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক শেখ মোঃ কামাল হোসেন। 

এসময় তারা বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া মাওয়া জোন বন্দর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মাওয়া জোনের বন্দর কর্মকর্তা নেওয়াজ মোঃ খানের বিরুদ্ধে  জোরপূর্বক জেগে ওঠা চর যা  এক সময়ের বসত ভিটা ছিল সেসব জমি দখলের নিয়ে ড্রেজিং এর মাধ্যমে কেটে বিক্রি করার পায়তারা করছে এমন অভিযোগ তুলে ধরে বলেন।  বিষয়টি স্থানীয়রা অবগত হওয়ার পর এর প্রতিবাদ জানালে অভিযুক্ত বন্দর কর্মকর্তা স্থানীয় দুই স্কুল শিক্ষার্থীকে মারধর করে বন্দর কর্মকর্তা। 

এসময় কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন অভিযুক্ত বন্দর কর্মকর্তার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে তাকে আগামী সোমবারের মধ্যে প্রত্যাহার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রাহন না করা হলে বন্দর কার্যালায় ঘেরাও করার হুশিয়ারি দেন । এছাড়াও পাশ্ববর্তী শিমুলিয়া ঘাটে অবৈধ ইজারার নামে চাঁদাবাজি ও সাধারণ মানুষদের হয়রানি বন্ধের দাবিও জানান তিনি। 

উল্লেখ্য পদ্মার বুকে জেগে বিরোধকৃত চরটি এর আগে রানীগাও গ্রামের হাজারো মানুষের বসতি ছাড়াও কৃষি কাজে ব্যবহার হতো। পরে প্রায় ৪০ বছর পূর্বে পদ্মার ভাঙ্গনে গ্রামটি পদ্মাগর্ভে বিলিন হয়ে যায়। এর মধ্যে গত দুই বছর পূর্বে সেখানে  চর জেগে উঠে।  সেই চর দখলে নিতে চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএর বন্দরে কর্মকর্তা এমন অভিযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা অনতিবিলম্বে  শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি ও পোর্ট কর্মকর্তার বরখাস্তের দাবি জানিয়ে মালিকানাধীন জমি ও বসতভিটা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রামের পাশাপাশি ড্রেজিংবালু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জোড়ালো দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে