মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলি সহ আটক ১

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০১:১৭ পিএম
মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলি সহ আটক ১

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলি সহ মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত ৯ টার দিকে মেহেরপুর সেনা ক্যাম্প ও র‌্যাব সদস্যরা উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুর গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোশারফ হোসেন উপজেলার  জোড়পুকুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।

যৌথ বাহিনী অভিযান সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামে যৌথ বাহিনীর সদস্যরা মোশারফ হোসেনের বাড়ি তল্লাশি করে ভারতীয় একটি ওয়ান-শুটার পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা মাদক, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে বলে যৌথ বাহিনীর বিবৃতিতে জানানো হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, অস্ত্রসহ মোশারফ গ্রেপ্তার হওয়ার ঘটনায় গাংনী থানায় মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে