সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির নজরধারীর পাশাপাশি সাজেক বাঘাইহাট ও আশপাশের ১৫ টি বর্ডার পোস্টে টহল জোরদার করা হয়েছে।
শনিবার দিনব্যাপী ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় সীমান্ত ও সাজেকগামী প্রতিটি যানবাহন তল্লাশি চালিয়ে সন্দেহজনক আসামী ও অবৈধ অস্ত্র গোলাবারুদ ও মাদকের সন্ধান চালিয়েছে।
বিজিবি জানায়, বাঘাইছড়ি উপজেলার সাথে ভারতের ১৫৭ কিলোমিটার সীমান্ত এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার লক্ষে বিজিবি কাজ করে যাচ্ছে। অবৈধ পথে কেউ যেন সীমান্ত পারি দিয়ে পালাতে না পারে এবং এপথ ব্যবহার করে কোন সন্ত্রাসী যেন অস্ত্র গোলাবারুদ, মাদক চোরাচালান করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করছে বর্ডার গার্ড বাংলাদেশ।