ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপি এবং ধানের শীষের সমর্থক গোষ্ঠী পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি এবং এর অব্যবহিত পরেই উপজেলা সদরের হানিফ কাউন্টারের মোড় থেকে অপর বিক্ষোভ মিছিল বের হয়।
প্রথম বিক্ষোভে গত নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও এবার মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের নেতৃত্বাধীন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী, এবারও মনোনয়নপ্রত্যাশী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আকতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনির নেতৃত্বাধীন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একসাথে অংশ নেন। পরের বিক্ষোভে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের নেতৃত্বাধীন নেতাকর্মীরা অংশ নেন।
উভয় বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রথম দল মহাদেবপুর বাসস্ট্যান্ড বট তলায় সমাবেশ করে। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতে খারুল আলম ইপু প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, বিএনপি নেতা উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, দুলাল হোসেন, মোশাররফ হোসেন জুয়েল, মমতাজ হোসেন, এমদাদুল ইসলাম, মতিবুল আলম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মী, সদস্য চঞ্চল রহমান, ইখতিয়ার উদ্দিন দুরন্ত, রুবেল হোসেন, এরশাদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে মহাদেবপুর উপজেলা ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাগর সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সদস্য সচিব ও সফাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলী, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আক্কাস, সদস্য ইমরুল কায়েস সাজু, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, ওয়াজেদ আলী ওরফে আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম সবুজ, সদস্য সাকিল হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।