ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে শিবিরের বিক্ষোভ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৪ পিএম
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে শিবিরের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর ওপর হামলা করা হয়েছে। তারই প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। প্রদক্ষিণ শেষে মিলিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ। এতে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে দমন করতেই এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বলা হয়, রাজনৈতিক সহিংসতা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি। এ ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র শিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে