ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে জরিমানা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৫ পিএম
ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৫ জনকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাধীন যমুনা নদীতে অননুমোদিতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দায়ের করা পাঁচটি পৃথক মামলায় অভিযুক্ত পাঁচজনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইজতেহার (৫০), পিতা অছির আলী, গ্রাম সিরাজগঞ্জ; নুর মোহাম্মদ (৩৬), পিতা মো. দাউদ মোল্লা, গ্রাম লোহাগড়া, নড়াইল; হাসান (২৪), পিতা মো. নাসির খান, গ্রাম আলতলী, বরগুনা; করিম (৩৫), পিতা মোকতেল, গ্রাম চিতুলিয়াপাড়া, গোবিন্দাসী, ভূঞাপুর এবং জহুরুল (৩০), পিতা সানু, গ্রাম খুনুরবাড়ী, গোবিন্দাসী, ভূঞাপুর।

অভিযান ও বিচার কার্যক্রমে ভূঞাপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ, ভূঞাপুর নৌ থানার পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে