ধামইরহাট-পত্নীতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের সভা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৮ পিএম
ধামইরহাট-পত্নীতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের সভা

নওগাঁর পত্নীতলায় জামায়াতের নওগাঁ -২ আসন পরিচালনা কমিটির উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় পত্নীতলার নজিপুর সদরে জামায়াতের নওগাঁ -২ আসন পরিচালক মারুফ আহমেদের সভাপতিত্বে পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এই মতবিনিময় সভায়  ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সাংবাদিক সমাজের পরামর্শ, বিভিন্ন সমস্যা ও সমাধানের সম্ভাব্য উপায়ের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু,অবাধ ও গ্রহণযোগ্য করতে সাংবাদিক সমাজের গুরুত্বপূর্ন ভূমিকা সংক্রান্ত বহুবিধ বিষয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজোয়ান, পত্নীতলা উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি আখতার ফারুক, ধামইরহাট উপজেলা জামায়াতের যুব সেক্রেটারি ও আসন মিডিয়া পরিচালক আবু সালেহ্ মুসা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে