তারেক রহমানের আইন উপদেষ্টা, যুক্তরাজ্য শাখা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে বিএনপি মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বলেছেন, সাংবাদিকদেরকে ভয়ভীতির উর্ধ্বে থেকে সততা ও নিরপেক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। চোখ রাঙ্গিয়ে কেউ কথা বললে তার জবাবও দিতে হবে। আগামী এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যারিস্টার একেএম কামরুজ্জামান উপরোক্ত কথা বলেন।
ব্যারিস্টার একেএম কামরুজ্জামান সাংবাদিকদের সমাজের চোখ উল্লেখ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি সাংবাদিকদের নির্বিঘ্নে কলম চালানোর আহ্বান জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি এ দুই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি করেছে, তারা দলের কেউ নয়, তারা দুর্বৃত্ত। ভবিষ্যতে কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে পারবে না।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই ৩১ দফা বাস্তবায়নে সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও মাদিলাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সহসভাপতি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, যুগ্ম সম্পাদক মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক আজগর আলী, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা, সাধারণ সম্পাদক আলামিন বিন আমজাদ সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ ছাড়া বিকেলে একই স্থানে তিনি শিক্ষক সমাজের সঙ্গেও পৃথক মতবিনিময় সভা করেন।