দিনাজপুরের ফুলবাড়ীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার রাতে আল আকসা মডেল মাদরাসার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর পুরাতনবন্দর এলাকায় মাদরাসা চত্বরে এই উদ্বোধনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন, ৭নং শিবনগর ইউপি চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাস্টার ও সমাজসেবক রফিকুল ইসলাম মন্টু।
অনুষ্ঠানের প্রথম পর্বে মাগরিব থেকে এশা পর্যন্ত মাদরাসার উদ্বোধন, অভিভাবকদের উদ্দেশ্যে মাদরাসার সার্বিক বিষয় আলোকপাত, অতিথিবৃন্দের বক্তব্য অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে এশা থেকে রাত ১১টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রঙ্গন শিল্পী গোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আগত অভিভাবকদের মাঝে উপহার সামগ্রি বিতরণ করা হয়। এতে বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীসহ হাজারও অভিভাবকের সমাগম ঘটে।
উল্লেখ্য, ফুলবাড়ীতে এই প্রথম তিনটি ভাষার (বাংলা, ইংরেজি, আরবি) সমন্বয়ে হিফজ ও আধুনিক শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে আল আকসা মডেল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ে ব্যাপক সুনাম কুড়িয়েছে।