সুদানে ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ পিএম | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:০২ পিএম
সুদানে ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
ছবি, সংগৃহিত

আফ্রিকার সুদানের আবেইতে অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) শনিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানিয়েছে, হামলার পর থেকে ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছে এবং পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। সন্ত্রাসীরা ভারী অস্ত্র ব্যবহার করে ইউএন ঘাঁটিতে আক্রমণ চালায়।

আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।

আইএসপিআর আরও জানায়, নিহত শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের মোকাবিলা করেন। বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, নিহত বা আহতদের কারও পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উত্তর ও দক্ষিণ সুদানের মাঝে অবস্থিত ‘আবেই’ একটি সংঘাতপ্রবণ অঞ্চল। উভয় দেশ এ অঞ্চলের মালিকানা দাবি করে। ফলে এখানে প্রায়ই সংঘাত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী এখানে জাতিসংঘ মিশনে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে