যশোরের মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মহিবুল্লাহ মনু। আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মণিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন।