ডিএমপি জানিয়েছে, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারীর সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
রোববার রাজধানীর পল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, “ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে শনাক্ত ও র্যাব তাকে আটক করেছে। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়। হামলাকারীর পরিচয় জানার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।”
মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, হাদিকে কেন লক্ষ্য করা হয়েছে এবং কেন এই সময়ে হামলা চালানো হলো, তা তদন্তের বিষয়। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে টার্গেট কিলিংয়ের কোনো শঙ্কা পুলিশের নজরে নেই। নির্বাচনী সময়ে প্রার্থীদের নিরাপত্তা, নগরবাসীর জীবন ও সম্পত্তি রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রধান সন্দেহভাজন শুটারকে শনাক্ত করা হয়েছে। তবে হাদিকে হত্যাচেষ্টাকারী ওই শুটার সীমান্ত অতিক্রম করেছে-এমন কোনো তথ্য এখনও পুলিশের কাছে নেই। ডিএমপি সূত্রে আরও জানা গেছে, হাদির ওপর হামলার বিষয়ে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।