সফল ও সুন্দর অনুষ্ঠান

কালিয়াকৈরে রহিমা পাগলীর ওরশ মাহফিল সম্পন্ন

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪২ পিএম
কালিয়াকৈরে রহিমা পাগলীর ওরশ মাহফিল সম্পন্ন
গাজীপুরের কালিয়াকৈর মাদ্রাসা পাড়াস্থ রহিমা পাগলীর ৪৪ তম ওরশ মাহফিল সম্পন্ন হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার কালিয়াকৈর সিনিয়র মাদ্রাসা সংলগ্ন রহিমা পাগলীর ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। গাউসুল আজম বৈরাবরী সুলতানিয়া পাক দরবার শরীফের পীর কেবলা হযরত মৌঃ শাহ সুফি আব্দুল আলিম আল কাদরী আল বৈরাবরি পীর কেবলার নির্দেশে আয়োজিত রহিমা পাগলীর ৪৪ তম ওরাশ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবুর রহমান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় কালিয়াকৈ পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুম আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মজিবুর রহমান এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওরশ মাহফিলে মিলাদ কিয়াম ও তবারক বিতরণ শেষে বাউল গান পরিবেশন করেন মানিকগঞ্জের মনির দেওয়ান, গাজীপুরের মীম সরকার, কালিয়াকৈরের শুকুর দেওয়ান, পারভিন দেওয়ান গাজীপুরের সুলতানা বাউল ও প্রকৌশলী শফিকুল ইসলাম সহ স্বনামধন্য বাউল শিল্পী বৃন্দ। রহিমা পাগলীর পুত্র ইব্রাহিম জানান,এ বছরের অনুষ্ঠিত অনেক জাঁকজমক ও সফল হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে