ইন্দুরকানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৪ পিএম
ইন্দুরকানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পিরোজপুরের ইন্দুরকানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪  ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান, এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, রিপোর্টার্স  ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক স্বপন কুমার ডাকুয়া, বালিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, জামাতের সেক্রেটারী রাতুল, জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি লুলু আর মারজান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে