রংপুর জেলার পীরগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গনমাধ্যম কর্মীরা পুস্পস্তবক অর্পণ করেছেন। উপজেলার প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে প্রভাতকালে পুস্পস্তবক অর্পণকালে স্ব-শরীরে শহীদ মিনারে উপস্থিত থেকে পুস্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব এ,টি,এম মাজহারুল আলম মিলন এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ উপস্থিত গণমাধ্যম কর্মীগন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া অন্যান্য পেশাজীবি সমাজ এবং অভিজাত মহলের প্রতিনিধিরা শহীদ মিনারে উপস্থিত থেকে পুস্পস্তবক অর্পণ করেন।