বিজয় দিবস উদযাপনে গদখালীর ফুল চাষীদের ৫ কোটি টাকার ফুল বিক্রি আশা

এফএনএস (ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৪ পিএম
বিজয় দিবস উদযাপনে গদখালীর ফুল চাষীদের ৫ কোটি টাকার ফুল বিক্রি আশা

যশোরের ঝিকরগাছার ফুলের রাজধানী খ্যাত গদখালী ফুল বাজারে বিজয় দিবস ২০২৬ উপলক্ষেকে কেন্দ্র করে ৫ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন ফুল চাষিরা। ঝিকরগাছা ফুল চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, মাঠে গোলাপ ফুলের উৎপাদন একটু কম হওয়ায় ফুলের ভালো দাম পাওয়ায় কৃষকরা খুব খুশি হয়েছেন।

যশোর জেলা ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, বিজয় দিবস উপলক্ষকে কেন্দ্র করে কৃষকরা এবার ৫ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ফুলের রাজধানী খ্যাত গদখালী বাজার। সরেজমিন রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭ টায় গদখালীর ফুলবাজারে ফুল চাষীদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে।

পটুয়াপাড়া গ্রামের শহিদুল হোসেন (৪৮) জানান, আমি রডস্টিক ১ আঁটি ১০০-২০০ টাকা, গোলাপ প্রতি পিস ৬ - ১৩ টাকা, গ্লাডিউলাস প্রতি পিস ৮ -১৫ টাকা দরে বিক্রি করেছি। ফুলচাষী পানিসারা গ্রামের খোকন (৪০) জানান, ১০ কাঠা জমিতে গোলাপ ফুল চাষ করেছি। শীতের কারণে ফুল উৎপাদন কম হওয়ায় লাভ হয়েছে।

ফুল ব্যাপারি পটুয়াপাড়া গ্রামের ইকবাল হোসেন জানান, এখান থেকে ফুলকিনে নিয়ে লোহাগড়া, নড়াইল লোক মারফত বিক্রি করি। রজনীগন্ধা ৭-১৪ টাকা, রজনীগন্ধা (ভুট্টা) ১০-১৫ টাকা, জারবেরা ১৫ - ২০ টাকা, টাকায় বাজার থেকে কিনেছি। গদখালীর মাঠুয়াপাড়ার জসিম উদ্দিন জানান এবারের গাঁদা ফুলের দাম কম। ২০০ থেকে ৩০০ টাকা হাজার বিক্রি করেছি।

ঝিকরগাছা ফুল চাষী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আবু জাফর জানান, ফুল চাষীদের ফুল উৎপাদনও বেশি এবং দামও বেশি পাওয়ায় বাজার জমজমাট হয়ে উঠেছে।

যশোর জেলা ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এবার প্রায় ৫ কোটি টাকার ফুল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ফুল চাষীরা ফুলের দাম পেয়ে বেজায় খুশি হয়েছেন।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম জানান, ঝিকরগাছা উপজেলায় ৬২৮ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। ফুল চাষীরা কাঙ্খিত মূল্যে ফুল বিক্রি করতে পারায় তারা খুশি হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে