সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন সিএলএনবি চেয়ারম্যান হারুনূর রশিদ। রোববার (১৪ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জাতিসংঘের অধীনে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনাসদস্যরা আমাদের গর্ব। তিনি আরো বলেন, আমরা নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এবং এই দুঃসময়ে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারবর্গে পাশে থাকতে অন্তর্বর্তীকালীন সরকারকে সবধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।