সেনবাগে ইসলামী শিক্ষা ও বই মেলা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮ পিএম
সেনবাগে ইসলামী শিক্ষা ও বই মেলা অনুষ্ঠিত

সেনবাগের ঐতিহ্যবাহী আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসার বর্ণাঢ্য আয়োজনে ‘ইসলামী শিক্ষা ও বই মেলা’ মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে । রোববার (১৪ ডিসেম্বর) মাদ্রাসা সংলগ্ন মাঠে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা।  প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে বুরহান সাদী সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নবীপুর ফয়জিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইয়াছিন করিম।

 অনুষ্টানের  উদ্বোধক ও প্রধান মেহেমান ছিলেন,বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মাওলানা জসিম উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের  খতিব মুফতি মোহাম্মদ উল্যাহ যোবায়ের, স্বত্বাধিকারী আজিম চৌধুরী হজ্ব কাফেলা  বশির উল্লাহ চৌধুরী রিপন, সেনবাগ ফাজিল মাদ্রাসার  ইবতিদায়ী প্রধান  মাওলানা ইয়াছিন মিয়াজি, বিশিষ্ট সমাজ সেবক আলা উদ্দিন, আল জাহিদ ইসলামিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস সর্বিক ব্যাবস্থাপনায় ইসলামী শিক্ষা ও বই মেলা আনুষ্ঠানিক উদ্ভোধন করেন টুমচর আলীয়া মাদ্রাসার (লক্ষীপুর) সাবেক প্রিন্সিপাল মাওলানা হারুন আল-মাদানী।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও চেয়াম্যান মাওলানা মোঃ জাহিদুল ইসলাম জানান, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামী সংস্কৃতিকে ফুটিয়ে তোলা, ইসলামী বই সম্পর্কে মানুষকে জনোনো। যেমন কোরআন গবেষণা করতে কি কি বই লাগবে, হাদিস গবেষণা করতে কি কি দরকার হয়, ফিক্হ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে বড় বড় কি কিতাব পড়তে হয়। আমাদের পৃথক পৃথক কোরআন গবেষণা, হাদিস গবেষণা ও ফিক্হ গবেষণা স্টল সমূহে সেগুলো প্রদর্শিত হচ্ছে। তাছাড়াও ইসলাম প্রচার (দা’ওয়া কাজ) কিভাবে করতে হয়, সে সব বিষয়ের প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি।  

তাছাও দেশীয় ফল, পিঠা, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, শিশুদের খেলনা, দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ সমাহার ছিলো চোখে পড়ার মত। মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ, অতিথি ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথী, অভিভাবক ও শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের উপহার তুলে দেন আয়োজকরা