চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল সোমবার শহিদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ও পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবুল হাসেন চৌধুরী, কমন্ডার নূরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোঃ,শওকত আলী, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা নূরুল আবচার ও পিআইও নিয়াজ মোর্শেদ প্রমূখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল ফারা।