ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা যাতে ভারতে পালাতে না পারে সে জন্য ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি সুত্রে বলা হয়েছে, ঝিনাইদহ জেলায় ভারতে সঙ্গে ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে প্রায় ১০.৮ কিলোমিটার জুড়ে কাঁটাতারের কোন বেড়া নেই। মহেশপুর উপজেলার এসব সীমান্তে ইছামতি ও কোদালা নদী থাকায় ওসমান হাদীকে গুলি করার সঙ্গে জড়িতরা দুর্বৃত্তরা সহজে ভরতে পালিয়ে যেতে পারে। এমন আশংকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম রোববার সন্ধ্যায় জানান,সীমান্ত এলাকা গুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নেই এমন এলাকায় টহল জোরদার করা হয়েছে।
তিনি আরো জানান, ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত আসামিরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১৩টি চেকপোষ্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। তাছাড়া পেট্রোল ডিউটি দ্বিগুন করা হয়েছে। এসব এলাকায় চলাচলকৃত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।