শেয়ারবাজারে বিনিয়োগকারীর ভাটা, আস্থার সংকটই কি মূল কারণ

এফএনএস
| আপডেট: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৬ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৬ পিএম
শেয়ারবাজারে বিনিয়োগকারীর ভাটা, আস্থার সংকটই কি মূল কারণ

দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়া এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এটি দীর্ঘদিনের এক কাঠামোগত সংকটের প্রতিফলন। পরিসংখ্যান বলছে, গত দুই যুগে খোলা বিও অ্যাকাউন্টের প্রায় ৮০ শতাংশই বন্ধ হয়ে গেছে। একসময় ২০১৬ সালে সক্রিয় বিও অ্যাকাউন্টের সংখ্যা ৩২ লাখ ছাড়ালেও বর্তমানে তা নেমে এসেছে ১৬ লাখের ঘরে। কাগজে-কলমে সক্রিয় অ্যাকাউন্ট থাকলেও প্রকৃত বিনিয়োগকারী এর অর্ধেকেরও কম-এ বাস্তবতা বাজারের গভীর দুর্বলতাই তুলে ধরে। এই চিত্রের বিপরীতে দেখা যায়, মানুষের সঞ্চয় বাড়ছে ব্যাংক আমানত, সরকারি সঞ্চয়পত্র ও জীবন বীমায়। কোটি কোটি মানুষ নিরাপদ ও পূর্বানুমানযোগ্য আয়ের খোঁজে এসব খাতে ঝুঁকছেন। শেয়ারবাজার যেখানে দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি মুনাফার সম্ভাবনা তৈরি করতে পারে, সেখানে সাধারণ মানুষের অনাগ্রহ বাড়ছে-এটি স্বাভাবিক নয়, বরং উদ্বেগজনক। এর মূল কারণ হিসেবে বাজারসংশ্লিষ্টরা যে বিষয়টিকে সামনে আনছেন, তা হলো আস্থার সংকট। অতীতে শেয়ার কারসাজি, দুর্বল তদারকি, কিছু ব্রোকারেজ হাউসের অনিয়ম ও বিনিয়োগকারীর অর্থ আত্মসাতের ঘটনা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে গভীর ভীতি তৈরি করেছে। মুনাফার আশায় বাজারে এসে পুঁজি হারানোর অভিজ্ঞতা বহু ক্ষুদ্র বিনিয়োগকারীকে স্থায়ীভাবে দূরে সরিয়ে দিয়েছে। পরিসংখ্যানেও দেখা যায়, বড় অঙ্কের বিনিয়োগকারীদের তুলনায় সবচেয়ে বেশি ঝরে পড়ছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরাই। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সুশাসন ফেরাতে সংস্কারের কথা বলছে। আইনি কাঠামো শক্ত করা, কারসাজি প্রতিরোধ, ব্রোকারেজ হাউসের ওপর নজরদারি-এসব উদ্যোগ নিঃসন্দেহে প্রয়োজনীয়। তবে প্রশ্ন হলো, এসব সংস্কারের সুফল সাধারণ বিনিয়োগকারী কতটা অনুভব করছেন। বাজারে আস্থা কেবল আইন দিয়ে নয়, বাস্তব প্রয়োগ ও দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমেই ফেরানো যায়। একই সঙ্গে বিনিয়োগকারী শিক্ষার বিষয়টিও গুরুত্ব পেতে হবে। শেয়ারবাজারের ঝুঁকি, দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুবিধা ও সংস্কারের উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে স্পষ্ট না হলে বিভ্রান্তি থেকেই যাবে। আইপিওতে লটারি প্রথা ফিরিয়ে আনার মতো উদ্যোগ স্বল্পমেয়াদে আগ্রহ বাড়াতে পারে, কিন্তু তা টেকসই সমাধান নয়। শেয়ারবাজার কোনো বিকল্প সঞ্চয়যন্ত্র নয়; এটি অর্থনীতির দীর্ঘমেয়াদি মূলধন জোগানের প্রধান মাধ্যম। এ বাজারে বিনিয়োগকারীর ভাটা অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে শিল্পায়ন ও সামগ্রিক অর্থনীতি। তাই আস্থা পুনর্গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, কথার সঙ্গে কাজের মিল ঘটানোই এখন সময়ের দাবি।

আপনার জেলার সংবাদ পড়তে